You dont have javascript enabled! Please enable it! 1971.10.19 | পাবনা রাজশাহীতে নিয়াজি - সংগ্রামের নোটবুক

১৯ অক্টোবর ১৯৭১ঃ পাবনা রাজশাহীতে নিয়াজি

পাবনায় রাজাকারদের এক সমাবেশে লে. জেনারেল নিয়াজী রাজাকারদের সুশৃঙ্খলভাবে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করার আহবান জানান। সমাবেশে জেলার শান্তিকমিটির সদস্যরাও উপস্থিত ছিলো। সমাবেশের আগে নিয়াজি স্থানীয় জি ও সি কে নিয়ে স্থানীয় রাজাকার ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণরত রাজাকারদের প্রশিক্ষন দেখেন। নিয়াজি রাজাকারদের বলেন দেশের প্রতিরক্ষার পবিত্র দায়িত্ব পালন করা একটি মহত্তম কাজ। এ মহান কাজের জন্য প্রয়োজন উচুমানের শৃঙ্খলা বোধ ও নিঃস্বার্থ ত্যাগ। রাজাকার রা এসময় মুহুর্মুহু স্লোগান দিতে থাকে। এবং পাকিস্তানের শত্রুদের সাথে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করার সংকল্প প্রকাশ করে।

সেখানে তিনি বলেন ‘মানুষের মৃত্যু অনিবার্য। কিন্তু রাজাকাররা যদি শত্রুর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মৃত্যুবরণ করে, তবে তারা নিঃসন্দেহে আল্লাহর রহমত পাবে।’ নিয়াজি পরে সেখান থেকে রাজশাহী যান। রাজশাহীতে তিনি স্থানীয় গণ্যমান্য নাগরিক এবং শান্তি কমিটির নেতাদের সভায় বক্তৃতা করেন। এখানে তিনি বলেন মুসলমানেরা দুর্বল না হলে বা অভ্যন্তরীণ কোন্দল না থাকলে ইতিহাসে তাদের কোন পরাজয়ের রেকর্ড নেই। তিনি প্রেসিডেন্ট এর সাধারন ক্ষমার কথা স্মরন করে বিপথগামীদের প্রদেশে ফিরে আসার আহবান জানান। তিনি বলেন ক্ষমা ছাড়াও তাদের পুনর্বাসনের যাবতীয় বেবস্থা গ্রহন করা হবে। নিয়াজির ভাষণের আগে স্থানীয়রা সেনাবাহিনীর উপর লেখা কনিতা আবৃতি করে। রাজশাহীতে তিনি আটক অস্রের প্রদর্শনী দেখেন। তিনি কতক সৈনিকদের সাথে খোশগল্প করেন।