You dont have javascript enabled! Please enable it! 1971.10.19 | নিক্সনের কাছে ইয়াহিয়ার পত্র - সংগ্রামের নোটবুক

১৯ অক্টোবর ১৯৭১ঃ নিক্সনের কাছে ইয়াহিয়ার পত্র

পাকিস্তানী এক কর্মকর্তা জহির এম ফারুকি ইয়াহিয়ার ৯ অক্টোবর স্বাক্ষর করা একটি পত্র মার্কিন পররাষ্ট্র দপ্তরের মাধ্যমে নিক্সনের কাছে পাঠান। নিক্সন পত্রটি পান ১৯ তারিখে। পত্রে তিনি লিখেছেন ভারত পাকিস্তান সম্পর্ক খুবই বিপজ্জনক পরিস্থিতি পার করছে। ভারত পশ্চিম সীমান্তে ৭ ডিভিশন সৈন্য মোতায়েন করছে। পত্রে আলাদা নোট সি আই এ এর রিপোর্ট লিখা হয়েছে। পত্রে ইয়াহিয়া আরও জানান পূর্ব সীমান্তে ভারত ৮ ডিভিশন সৈন্য মোতায়েন করেছে। একই সাথে তারা চীন সীমান্তেও সৈন্য পুনর্বিন্যাস করেছে।

ভারতীয় বিমানবাহিনী সীমান্তের সব বিমান ঘাটি গুলো সক্রিয় করে তুলেছে। সেখানে তারা ২৬ টি স্কোয়াড্রন জঙ্গি বিমান মোতায়েন করেছে যার মধ্যে বিপুল সংখ্যক সুপার সনিক বিমানও আছে। ভারতীয় নৌবাহিনীর শক্তির ৬০ ভাগ পশ্চিমে এবং ৪০ ভাগ পূর্বে মোতায়েন করা হয়েছে। এতে বুঝা যাচ্ছে ভারত কোনক্রমেই শান্তি চায় না তারা যুদ্ধের দিকেই এগুচ্ছে। তারা ব্যাপক ভাবে বিদ্রোহীদের সকল প্রকার সাহায্য ও সহযোগিতা করে যাচ্ছে। এর মধ্যে আছে প্রশিক্ষন, আর্থিক ও অস্র সাহায্য। পত্রে তার গৃহীত বিভিন্ন কার্যক্রম উল্লেখ করে তিনি বলেন পাক ভারত যুদ্ধ বন্ধে উভয় দেশের বন্ধুরা বিশেষ করে যুক্তরাষ্ট্র ভুমিকা রাখতে পারে।

নোট ২৪ অক্টোবর থেকে ইন্দিরা গান্ধীর মাস ব্যাপী ইউরোপ আমেরিকা সফরের শুরুর প্রাক্কালে ইয়াহিয়া এ পত্রলিখেন।