You dont have javascript enabled! Please enable it! 1971.10.18 | বরিশালে বাণিজ্যমন্ত্রী আখতারুদ্দিন - সংগ্রামের নোটবুক

১৮ অক্টোবর ১৯৭১ঃ বরিশালে বাণিজ্যমন্ত্রী আখতারুদ্দিন

কনভেনশন মুসলিম লীগ নেতা শিল্প ও বাণিজ্যমন্ত্রী আখতারুদ্দিন আহমদ বরিশাল সার্কিট হাউজ ময়দানে দলীয় কর্মী এবং শান্তিকমিটির সদস্যদের এক সমাবেশে পাকিস্তানের সংহতি ও স্থায়িত্ব সংরক্ষনের জন্য দৃঢ় মনোবল নিয়ে দুষ্কৃতকারী এবং ভারতীয় চরদের ঘৃণ্য তৎপরতা মোকাবেলার আহবান জানান। তিনি স্মরণ করিয়ে দে্ন, ইসলাম ও মুসলমানদের রক্ষাকবজ হিসেবেই পাকিস্তান প্রতিষ্ঠিত হয়েছিল। সার্কিট হাউজের সভায় সভাপতিত্ব করেন দলের জেলা সহ সভাপতি শাহ মুজিবুল হক। পরে তিনি টাউন হলে আরেক সমাবেশে ভাষণ দেন এ সভায় সভাপতিত্ব করেন এডভোকেট শমশের আলী। সভায় আখতার বলেন ভারতের মুসলমানদের স্বতন্ত্র আবাস ভুমি প্রতিষ্ঠার জন্য বাঙ্গালী শেরে বাংলা একে ফজলুল হক লাহোর প্রস্তাব দিয়েছিল।

ভারত কোনোদিনই পাকিস্তানের অস্তিত্ব মেনে নিতে পারেনি। বর্তমান ষড়যন্ত্র হচ্ছে তারই বহিঃপ্রকাশ। এর আগে তিনি দুপুরে ঝালকাঠিতে আরেকটি সমাবেশে ভাষণ দেন। সেখানে তিনি বলেন পথভ্রষ্টদের প্রেসিডেন্ট ইয়াহিয়ার দেয়া ক্ষমার সুযোগ নেয়া উচিত যদি সে খাটি পাকিস্তানী হয়ে থাকে। পাকিস্তান রক্ষায় তিনি দেশপ্রেমিক সশস্র বাহিনীর আত্মত্যাগ ও দেশপ্রেমের প্রশংসা করেন। তিনি বলেন বর্তমান সরকার জনগনের স্বার্থ রক্ষায় ব্যাপক কর্মসূচী নিয়েছে। তারা ৩ লাখ একর খাস জমি জনগনের মধ্যে বিতরন করতে যাচ্ছে।