You dont have javascript enabled! Please enable it! 1971.05. 05 | ফৌজশাহী ৭জন ছাত্রনেতাকে তলব করেছে | দৈনিক আনন্দবাজার পত্রিকা - সংগ্রামের নোটবুক

ফৌজশাহী ৭জন ছাত্রনেতাকে তলব করেছে

করাচি, ৪ মে-রেডিও পাকিস্তানের খবর : বাংলাদেশের সাতজন ছাত্রনেতাকে ফৌজী শাহী আগামী সােমবারের মধ্যে ঢাকা আদলতে হাজির হতে বলেছে। ওই ছাত্রনেতারা গত ২৩ মার্চ এক অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় পতাকা তুলেছিলেন। বােঝা যাচ্ছে যে, দখলদার ফৌজ তাঁদের ধরতে পারেনি। এঁদের মধ্যে আছেন-সর্বশ্রী এস এম আবদুর রব, আবদুল কুদ্দুস, নূর-ই আলম সিদ্দিকী ও শাহজাহান সিরাজ। এরা সকলেই আওয়ামী লীগপন্থী ছাত্র লীগের বিশিষ্ট নেতা।

দুই পুরনাে লীগ নেতা। আগরতলা থেকে খবর : বাংলাদেশ দখলদার পাকফৌজী দুজন পুরনাে সাম্প্রদায়িকতাবাদী মুসলিম লীগ নেতাকে দিয়ে তাদের অনুকূল বক্তৃতা দেওয়াচ্ছে। ওই দুজন হলেন-খুলনার সবুর খাঁ ও শাহ আজিজুর রহমান। তাঁদের বক্তৃতাগুলি ফৌজী কর্তৃপক্ষই লিখে দিচ্ছে।

Reference:

মে ১৯৭১, দৈনিক আনন্দবাজার পত্রিকা