বাঙালি-বিনাশ
জলপাইগুড়ি, ২ মে-পাক বর্বরতার আর একটি জঘন্যতম নিদর্শন পাওয়া গিয়েছে। এই সেদিন পর্যন্ত বাংলাদেশের এক হাসপাতালে কর্মরত এক ব্যক্তি গতকাল এখানে সাংবাদিকদের জানান যে, স্ত্রী ও পুরুষদের হানাদাররা বন্ধ্যা ও জড়বুদ্ধি করে দিচ্ছে।
তিনি বলেন, ওখানে শিশুদের এক ধরণের অজানা ইনজেকশন দেওয়া হচ্ছে। এর ফলে বেশ কয়েকদিন শিশুরা ক্রমাগত কাঁপতে থাকে। চিকিৎসকরা মনে করেন যে, এই ইনজেকশনের ফলে পরে পুরুষ ও স্ত্রী হরমােনের উপর বিরূপ প্রতিক্রিয়া দেখা দেবে। ফলে ওই শিশুরাই পরে বন্ধ্যা ও জড়বুদ্ধিতে রূপান্তরিত হবে। আরও বলা হয়েছে যে, বহু তরুনকে সেনাবাহিনীর হাসপাতালে টেনে নিয়ে গিয়ে জোর করে বন্ধ্যা করে দেওয়া হচ্ছে। পি টি আই। ৩ মে ‘৭১
Reference:
৩ মে ১৯৭১, দৈনিক আনন্দবাজার পত্রিকা