১৬ অক্টোবর ১৯৭১ঃ করাচীতে মাহমুদ আলী
নুরুল আমিনের জরুরী তলবে পাকিস্তান ফিরে আসা মাহমুদ আলী এপিপি’র সঙ্গে এক সাক্ষাৎকারে জানান, ‘পাকিস্তান আন্তরিকভাবেই পাকিস্তানী নাগরিকদের ফিরিয়ে আনতে আগ্রহী এবং সে ব্যাপারে ব্যবস্থা নিয়েছে। কিন্তু ভারত বিভিন্ন অজুহাতে টালবাহানা করছে।’ পূর্ব পাকিস্তান প্রশ্নে পাকিস্তানের বক্তব্য সকল দেশই গ্রহন করেছে। পিপিপি প্রতিনিধিদলের নেতা মিয়া মাহমুদ আলী কাসুরী, কামাল আজফার এবং আব্দুল হাফিজ কারদার এদিন পিডিপি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাহমুদ আলীর সঙ্গে তার বাসায় দেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করে।