১৫ অক্টোবর ১৯৭১ঃ সিলেটে গভর্নর এএম মালিক
গভর্নর ডা. আব্দুল মালিক সিলেটে সর্ব শ্রেণীর জনগনের এক সমাবেশে বিপথগামী জনগনকে ভারতের পাকিস্তান বিরোধী ষড়যন্ত্রের পরিনতি সম্পর্কে হুশিয়ার করে দেন। সুনামগঞ্জে ভারতীয় অনুপ্রবেশকারীদের বড় ধরনের হামলার পর গভর্নর এ সফরে এসেছেন। একই সময়ে পূর্বাঞ্চল কমান্ডের প্রধান লেঃ জেনারেল নিয়াজিও সিলেট সফর করেন। সাম্প্রতিক ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করে বলেন ভারতে গমনকারী সকল পাকিস্তানীদের তাদের ভুল অনুধাবনের আহবান জানান। তিনি বলেন তাহা না করা হলে ভারতের হাতকেই শক্তিশালী করা হবে। তিনি শরণার্থীদের দুঃখ দুর্দশা লাঘবে দেশে ফিরে আসার আহবান জানান। তিনি সমাবেশে জানান সিলেটে এ পর্যন্ত ৪৭০০০ শরণার্থী ফিরে এসেছে।
তিনি শিক্ষা প্রতিষ্ঠান বর্জনের বিষয়ে বলেন দুষ্কৃতকারীদের দলে ভিড়ে শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠান বর্জন করে জাতির ক্ষতি করছে। তিনি এ প্রসঙ্গে ব্রিটিশ আমলে ইংরেজি শিক্ষা বর্জনের উদাহরন দেন। পরে তিনি সরকারী কর্মকর্তা ও চা বাগান মালিকদের সাথে পৃথক সভায় মিলিত হন। চা বাগান মালিকদের সাথে বৈঠকের সময় তাকে জানানো হয় ১০০ চা বাগান চালু আছে এবং ৬৪ শতাংশ শ্রমিক কাজ করছে। সিলেট ত্যাগের আগে তিনি শাহ জালালের মাজার জিয়ারত করেন।