১২ অক্টোবর ১৯৭১ঃ যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের বিদায়ী রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের বিদায়ী রাষ্ট্রদূতে আগা হিলালী জাতিসংঘের মহাসচিব উথানট এর সাথে দেখা করে পূর্ব পাকিস্তানের জন্য জাতিসংঘের সাহায্যের জন্য মহাসচিবকে ধন্যবাদ জানান। তিনি ভারতীয় ঘাটি হতে অব্যাহত হামলায় পূর্ব পাকিস্তানে সাহায্য প্রদানের কর্মসূচী কিভাবে ব্যাহত হচ্ছে তার প্রতি মহাসচিবের দৃষ্টি আকর্ষণ করেন। পরে তিনি বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট মেকনামারা ও আইএমএফ এর এমডি পল সোয়েটজারের সাথে সাক্ষাত করেন। তিনি যুক্তরাষ্ট্রে ৫ বছর দায়িত্ব পালন করেন। জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আগা শাহী তাহার আপন ভাই। তার পরিবর্তে সেখানে নতুন যোগদান করেছেন নওয়াবজাদা আগা মোহাম্মদ রাজা। আগা এর আগে চীনে রাষ্ট্রদূত ছিলেন।