১২ অক্টোবর ১৯৭১ঃ ইয়াহিয়ার জাতির উদ্দেশ্যে ভাষণ
পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান জাতির উদ্দেশ্যে ভাষণে বলেন ২০ ডিসেম্বরের মধ্যে তিনি শাসনতন্ত্র দিবেন এবং ২৭ ডিসেম্বর জাতীয় পরিষদ বসবে। তিনি বলেন জাতীয় পরিষদের স্পীকার হবেন পরিষদের প্রবীণতম সদস্য। তিনি নিজেই তাকে মনোনয়ন দিবেন। অধিবেশনের পরপরই তিনি কেন্দ্রীয় সরকার গঠন করবেন। এবং পরিষদ খসড়া শাসনতন্ত্র নিয়ে আলোচনা শুরু করবেন। আলোচনা শুরু থেকেই এলএফও এর শাসনতন্ত্র প্রণয়নের মেয়াদ গননা শুরু হবে। তিনি বলেন, শত্রুভাবাপন্ন শক্তি যখন আমাদের দ্বারগোঁড়ায় তখন আমাদের নিজেদের মধ্যে বিরোধ ভুলে যেতে হবে। তিনি বলেন ভারতের মতি গতি দেখে স্পষ্ট বুঝা যাচ্ছে তারা শীঘ্রই পাকিস্তান আক্রমন করবে। তিনি বলেন এ ব্যাপারে শঙ্কিত হওয়ার কিছু নেই। এ ব্যাপারে তার বাহিনী সম্পূর্ণ সজাগ এবং সতর্ক রয়েছে। পাকিস্তানের বীর সেনাবাহিনী পাকিস্তানের প্রতি ইঞ্চি ভুমি রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত