You dont have javascript enabled! Please enable it! 1956.08.22 | বঙ্গবন্ধুর ভাষণসমগ্র | প্রতিবাদ দিবস পালন উপলক্ষে | ২২ আগস্ট ১৯৫৬ ঢাকা - সংগ্রামের নোটবুক

বঙ্গবন্ধুর ভাষণসমগ্র | প্রতিবাদ দিবস পালন উপলক্ষে | ২২ আগস্ট ১৯৫৬ ঢাকা

১৯৫৬ সালের ২২ আগস্ট ঢাকায় বঙ্গবন্ধুর ভাষণটি পাঠকের জন্য অডিও করে দিয়েছেন কণ্ঠযোদ্ধা Tahia Tabassum Trena.
অডিও আকারে ওয়েবসাইটে দেয়া হল। পূর্নাঙ্গ টেক্সটও যুক্ত হয়েছে। ভিডিও আকারে ইউটিউবে দেয়া হয়েছে। আপনি যেখানেই থাকুন খুব সহজেই ভাষণটি শুনতে পারেন। ধীরে ধীরে সংগ্রামের নোটবুক বঙ্গবন্ধুর প্রায় চারশত ভাষণ পাঠকের কাছে সহজভাবে পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ।
জয় বাংলা। জয় বঙ্গবন্ধু।
অডিও শুনুন –

প্রতিবাদ দিবস পালন উপলক্ষে

২২ আগস্ট ১৯৫৬

ঢাকা

আমি অত্যন্ত দুঃখের সহিত লক্ষ্য করিয়াছি যে করাচীর শাসন চক্রের কিছু সংখ্যক অনুচর আগামী ২৭ শে আগস্ট “প্রতিবাদ দিবস” পালন সম্পর্কে পূর্ব পাকিস্তানের জনসাধারণের মনে বিভ্রান্তির সৃষ্টি করিতেছে। জোরের সহিত আমি জানাইয়া দিতে চাই যে, সাধারণ ধর্মঘট, জনসভা এবং শোভাযাত্রা দ্বারা ২৭শে আগস্ট “প্রতিবাদ দিবস” পালন সম্পর্কে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটির পূর্ব সিদ্ধান্তই বহাল রহিয়াছে। আমি দেশবাসীকে বলিতে চাই যে, শাসকচক্রের বহু অগণতান্ত্রিক কার্যকলাপ আমরা সহ্য করায় সরকার গত ১৩ই আগস্ট তারিখে প্রাদেশিক ব্যবস্থা পরিষদের অধিবেশন বন্ধ রাখার কথা ঘোষণা করিতে সাহস পাইয়াছেন।

Reference:

দৈনিক আজাদ, ২৩ আগস্ট ১৯৫৬