১০ অক্টোবর ১৯৭১ঃ মাস্টার খান গুল
নিষিদ্ধ অল পাকিস্তান আওয়ামী লীগ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাস্টার খান গুল অন্য কোন দলে তার দল বিলুপ্ত করে যোগ দেয়া বা আওয়ামী লীগ ত্যাগ করে অন্য দলে যোগ দেয়ার সম্ভাবনা নাকচ করে দেন। তিনি সাধারন ক্ষমা পশ্চিম পাকিস্তানে সম্প্রসারনের দাবি জানান।
নোটঃ পশ্চিম পাকিস্তানে আওয়ামী লীগের নেতারা দলত্যাগ বা আত্মগোপন করলেও মাস্টার খান গুল প্রকাশ্য রাজনীতি করে গেছেন আওয়ামী লিগার হয়েই। মাস খানেক পরেই তিনি গ্রেফতার হন। বাংলাদেশ স্বাধীনের পর ৭২ সালের জানুয়ারীতে তিনি মুক্তি পান। ৭০ এর নির্বাচনের পর তিনি পাকিস্তানে ৬ দফার পক্ষে জোরালো বক্তব্য দেন। ২০১৩ সালে মাস্টার খান গুলকে ফ্রেন্ডস অব বাংলাদেশ পদক দেয় বাংলাদেশ সরকার।