জুনের শুরু থেকেই পরিস্থিতি আরও ভয়ানক রূপ ধারণ করে। আন্তর্জাতিক সাপোর্ট তেমন নেই। এদিকে যুদ্ধের দামামা বাড়ছে। সেই সাথে শরনার্থীর ঢল। পশ্চিমবঙ্গ পুরোপুরি বিপর্যস্ত। জরুরী বৈঠকে প্রধানমন্ত্রী ইন্দিরা। কংগ্রেসের সদস্যদের সাথে এবং পশ্চিমবঙ্গের মন্ত্রীসভার সাথে রাজসভায় আলাদা মিটিং।
Ref:
Jugantor, 6th June 1971, Page 9