দৈনিক পয়গাম
১৬ই ফেব্রুয়ারি ১৯৬৯
শেখ মুজিবের উপস্থিতি প্রশ্নে
গোলটেবিল বৈঠকে শেখ মুজিবের উপস্থিতি সম্পর্কে জনাব আমীনের ব্যক্তিগত মতামত জিজ্ঞাসা করা হইলে তিনি সরাসরি উত্তরদান হইতে বিরত থাকেন। তিনি বলেন, ‘কেন্দ্রীয় ডাক’ আওয়ামী লীগের প্রতিনিধিদের সহিত আলোচনাক্রমেই সিদ্ধান্ত গ্রহণ করিবে। ইহা অবশ্যই সম্মিলিত সিদ্ধান্ত হইবে।
নিখিল পাকিস্তান আওয়ামী লীগের (ছয় দফা পন্থী) আহ্বায়ক জনাব কামরুজ্জামান বলেন যে, ‘ডাক’ নেতৃবৃন্দ জনগণের দাবী আদায়ের জন্য লাহোর যাইতেছেন এবং কোন অবস্থাতেই তাহা হইতে বিচ্যুত হইবেন না।
সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯