You dont have javascript enabled! Please enable it! 1971.09.22 | মন্ত্রী পরিষদের প্রথম বৈঠক - সংগ্রামের নোটবুক

২২ সেপ্টেম্বর, ১৯৭১ মন্ত্রী পরিষদের প্রথম বৈঠক

গভর্নর ডা: এ.এম. মালিকের সভাপতিত্বে সেক্রেটারিয়েটের কেবিনেট কক্ষে মন্ত্রী পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। নবনিযুক্ত মন্ত্রীরা তাদের পাকিস্তান প্রীতির নিদর্শন হিসেবে নিজেদের বেতন ভাতা কমিয়ে নেয়। গৃহসজ্জা ও আসবাব পত্রের ব্যায়ের ৫০ ভাগ কমিয়ে দেয়।
মন্ত্রী পরিষদ প্রদেশে খাদ্য সরবরাহ বিতরন ব্যাবস্থা সহজতর করার সিদ্ধান্ত গ্রহন করে। সভায় গভর্নরের বেসামরিক উপদেষ্টা মেজর জেনারেল রাও ফরমান আলী উপস্থিত ছিলেন।
নোটঃ আসন বিন্যাসে দেখা যায় মন্ত্রীদের চেয়ে গুরুত্বপূর্ণ ছিলেন রাও ফরমান আলী। তার পরে আসন দেয়া হয় ওবায়দুল্লাহ মজুমদারকে এবং সভা শেষে সভার বিষয়াদি সাংবাদিকদের জানান ওবায়দুল্লাহ মজুমদার।