You dont have javascript enabled! Please enable it! 1971.04.30 | চীনের বিরুদ্ধে অপপ্রচার | দর্পণ - সংগ্রামের নোটবুক

চীনের বিরুদ্ধে অপপ্রচার

শেখর চৌধুরী
বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে বিভিন্ন সংবাদপত্রগগাষ্ঠী কিছু কিছু অপপ্রচার চালিয়ে যাচ্ছে সেই সম্পর্কে কিছু বলতে চাই। বাংলাদেশ সম্পর্কে চীন তার প্রথম বিবৃতিতেই বলেছেবাংলাদেশের মুক্তিযােদ্ধাদের দমন করার জন্য চীন পাকিস্তানকে বর্তমানে সাহায্য দিচ্ছে ইহা কুৎসা মাত্র!’ অর্থাৎ চীন পরােক্ষভাবে এই যােদ্ধাদের মুক্তিযােদ্ধা বলে স্বীকার করে নিয়েছে। তৎসত্ত্বেও বিভিন্ন সংবাদপত্রগগাষ্ঠী উদ্দেশ্যমূলকভাবে চীনের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এছাড়া সেন্টো বর্তমান পাকিস্তানকে, যে অস্ত্রশস্ত্র দিচ্ছে সে সম্পর্কে এই পত্রিকাগুলাে একেবারে নীরব। এছাড়া বাংলাদেশ সম্পর্কে ইউ এন ও কিছুই করেনি। ভারতসরকারও এখনও বাংলাদেশ সরকারকে স্বীকৃতি দেয়নি। কিন্তু কিছু পাক সৈন্য ও অফিসারকে ভারতে আশ্রয় দিয়েছে।

সূত্র: দর্পণ
৩০.০৪.১৯৭১