৭ অক্টোবর ১৯৭১ঃ রংপুরে ৭৯ বিদ্রোহী নিহত
পাকিস্তান সরকারের বরাত দিয়ে প্রদেশের সংবাদপত্র সমুহ জানিয়েছে সেনাবাহিনী কয়েকদিনে রংপুরে ৭৯ জন বিদ্রোহীকে হত্যা করেছে। সুত্র বলেছে তারা প্রদেশে অনুপ্রবেশ করেছিল। তাদের নিকট হতে প্রচুর গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। অনুপ্রবেশকারীরা দেড় মেইল ভিতরে প্রবেশের পর সেনাবাহিনী খবর পেয়ে তাদের ৪৪ জনকে হত্যা করে। এ অপারেশনে ৮ টি রাইফেল, ২৮ টি মাইন, ৩৭ টি হাত বোমা আটক করা হয়। এর আগে মোঘল হাটে অনুরূপ প্রবেশকালে সেনাবাহিনী তাদের উপর অতর্কিতে হামলা চালালে বিদ্রোহীদের ৩৫ জন নিহত হয়। এখানে একটি হাল্কা মেশিনগান, ১২ টি রাইফেল, ২৬টি হাতবোমা, ১২৪ টি বিস্ফোরক দ্রব্য আটক করা হয়।