১ অক্টোবর ১৯৭১ঃ পাকিস্তানের বিপদে চীন এগিয়ে আসবে।
ঢাকায় নিযুক্ত চীনের কন্সাল জেনারেল চ্যাং ইং বলেছেন বলেছেন গণচীন সব সময় পাকিস্তানের ন্যায় সঙ্গত সংগ্রাম সমর্থন ও বিদেশী আক্রমনের সময় পাকিস্তানের পাশে থাকবে। স্থানীয় একটি হোটেলে পাক চীন মৈত্রী সমিতির পূর্ব পাকিস্তান শাখা আয়োজিত চীনের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি পাকিস্তানের সুখ ও সমৃদ্ধি কামনা করেন। পাক চীন মৈত্রী সমিতির সভাপতি মীর্জা গোলাম হাফিজ তার ভাষণে বলেন পাকিস্তানের বিপদে চীনের অকুণ্ঠ সাহায্য ও সমর্থনের জন্য চীনা জনগণ ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
চীন ও পাকিস্তান পরস্পরের শ্রেষ্ঠ বন্ধু তাদের এই সম্পর্ক বিশেষ কোন শক্তি এ বন্ধুত্তে ফাটল ধরাতে পারবে না। আগের দিন চীনা কনস্যুলেটে আরেকটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে লেঃ জেনারেল নিয়াজি মন্ত্রী আবুল কাসেম, আখতার উদ্দিন, মওলানা একেএম ইউসুফ, শামসুল হক, অং শু প্রু চৌধুরী বিচারপতি মকসুমুল হাকিম, রাজনৈতিক নেতাদের মধ্যে খান আব্দুস সবুর, জাতীয় লীগ প্রধান আতাউর রহমান, অন্যান্য দেশের কূটনীতিক বৃন্দ উপস্থিত ছিলেন। উভয় অনুষ্ঠানে মদ্য পানের ব্যবস্থা ছিল।