৩০ সেপ্টেম্বর ১৯৭১ঃ সিলেটে যুদ্ধ
পাকিস্তান সরকারের বরাত দিয়ে সকল পত্রিকা জানিয়েছে সিলেটের (হবিগঞ্জ মাধবপুর, শ্রীমঙ্গল) সীমান্তবর্তী ৫টি গ্রামে বিদ্রোহীরা ১০০০ রাউন্ড গোলাবর্ষণ করেছে। গ্রাম গুলি হল মনতলা, কমলাপুর, জয়পুর, ধর্মনগর, হরশপুর। এ গোলাবর্ষণে ১২ নারী ৮ জন শিশু সহ ২৮ জন নাগরিক নিহত ও ১৩ জন আহত হয়েছে। এদের মধ্যে কয়েকজন টেলিফোন কর্মচারী আছেন। টেলিফোন কর্মচারীরা টেলিফোন লাইন মেরামত করছিল। গোলাবর্ষণ রত বিদ্রোহীরা পূর্ব পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টা চালায় কিন্তু তাদের বাহিনী বিদ্রোহীদের প্রতিহত করেছে। পরে এলাকা সমুহে তল্লাশি চালিয়ে তাদের বাহিনী ৩টি হাল্কা মেশিনগান ১৪৫ বাক্স ছোট অস্রের গুলী ১০০ হেলমেট ৪০ টি মাইন ৩টি ওয়ারলেস সেট ৮৭টি হাত বোমা উদ্ধার করে। সাগরনলে রাজাকাররা একটি ব্রিজ ধংশ প্রতিহত করে। রাজাকারদের গুলিতে সেখানে ৩ জন বিদ্রোহী নিহত হয়।