৩০ সেপ্টেম্বর ১৯৭১ঃ লাহোরে গোলাম আজম
জামাতে ইসলামীর পূর্ব পাকিস্তান আমীর গোলাম আজম লাহোরে সাংবাদিক সম্মেলনে বলেছেন দেশের উভয় অংশের আইন শৃঙ্খলা পরিস্থিতিই খারাপ। তিনি আগামীকাল দেশের সকল সমস্যা নিয়ে প্রেসিডেন্ট ইয়াহিয়ার সাথে আলোচনা করবেন। তিনি মনে করেন ক্রিয়াশীল রাজনিতিকদের অনেকেই দেশের অবনতিশীল পরিস্থিতি ও সঙ্কট সৃষ্টির জন্য দায়ী। তিনি বলেন তিনি সামান্য রদবদল করে ৫৬ সনের সংবিধান বহাল করার পক্ষপাতী। তিনি বলেন ৭০ এর নভেম্বরেই তিনি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান কে বলে ছিলেন জাতীয় পরিষদের উপর শাসনতন্ত্র প্রণয়নের ভার দেয়া ঠিক হবে না।