You dont have javascript enabled! Please enable it! 1971.09.29 | ঢাকা বিশ্ববিদ্যালয়ে এএম মালিক - সংগ্রামের নোটবুক

২৯ সেপ্টেম্বর ১৯৭১ঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এএম মালিক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষকদের ২০ জনের একটি দলের (প্রভোস্ট /ডীন / সিনিয়র শিক্ষক) সাথে এক চা চক্রে মিলিত হন। সেখানে শিক্ষামন্ত্রী জামাতের আব্বাস আলী খান এবং গভর্নরের বেসামরিক উপদেষ্টা রাও ফরমান আলী উপস্থিত ছিলেন। ভিসি সাজ্জাদ হোসাইনের উপস্থিতিতে তিনি তাহাদের এবং শিক্ষা সংক্রান্ত সমস্যা নিয়ে খোলাখুলি আলোচনা করেন। তিনি শিক্ষকদের ছাত্রদের শিক্ষালাভ অব্যাহত এবং শিক্ষাক্ষেত্রে শুন্যতা সৃষ্টি না করে তা ছাত্রদের বুঝাতে বলেন। তিনি সবাইকে আশস্থ করে বলেন পরিস্থিতি স্বাভাবিক করতে বেসামরিক সরকার কাজ করে যাচ্ছে।