২৬ সেপ্টেম্বর ১৯৭১ঃ সারগোদায় মুফতি মাহমুদ
জমিয়তে উলামা ইসলাম (হাজারভী) এর সাধারন সম্পাদক মুফতি মাহমুদ সারগোদায় এক সাংবাদিক সম্মেলনে উপ নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য অবিলম্বে রাজনীতির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহবান জানাইয়াছেন। তিনি পূর্ব পাকিস্তানে গঠিত মন্ত্রীসভা অবৈধ আখ্যা দিয়ে তা বাতিল করার দাবী জানান। তিনি বলেন এই মন্ত্রীসভা আসন্ন উপ নির্বাচন প্রভাম্বিত করবে। তিনি পশ্চিম পাকিস্তানে বেসামরিক সরকার গঠনেরও দাবী জানান। তার দলের পশ্চিম পাকিস্তান সাধারন সম্পাদক গোলাম গাউস হাজারভীও একই দাবি জানান। তিনি বলেন রাজাকার বাহিনীতে শুধু জামাতের লোক নেয়া হয়েছে তিনি এই বাহিনীতে অন্যান্য দলের কর্মীদেরও নেয়ার দাবী জানান।