২৫ সেপ্টেম্বর ১৯৭১ঃ হিন্দু এনিমি সম্পত্তি নিলাম
কতক হিন্দু এনিমি সম্পত্তি নিলামের জন্য ইত্তেফাক পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ করা হয়। এর মধ্যে আছে হরদেও গ্লাশ ফ্যাক্টরি, সিলেটের ফেঞ্চুগঞ্জের কয়েকটি চা বাগানের চা, দুলী চাঁদ উম্রাও লাল অয়েল মিল, আর্য ঔষধালয়।