২৫ সেপ্টেম্বর ১৯৭১ঃ জাতিসংঘে পাক প্রতিনিধিদলের তৎপরতা
পাকিস্তানের অনিষ্ঠ সাধন ও ভারতের স্বার্থ হাসিলের জন্য ভারত সরকার কিছু দলত্যাগী পাকিস্তানী কূটনীতিককে ব্যাবহার করছে। উহা প্রতিরোধের জন্য জাতিসংঘে পাকিস্তান প্রতিনিধিদল তাদের সাধ্যমত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। দলনেতা মাহমুদ আলী বিভিন্ন দেশের প্রতিনিধিদলের কাছে পূর্ব পাকিস্তানের পরিস্থিতি ব্যাখ্যা করিতেছেন। এপিপির প্রতিনিধি চৌধুরী ইফতেখার আলীর তারবার্তায় এ সংবাদ প্রকাশ হয়েছে। বাংলাদেশী প্রতিনিধিদলের ২ জন সদস্য বিচারপতি আবু সায়ীদ চৌধুরী এবং কূটনীতিক মাহমুদ আলী পরিষদ লাউঞ্জে উপস্থিত থেকে বিভিন্ন তৎপরতা চালাচ্ছেন। এটিএম সাদি এবং জুলমত আলী খানকে একটি সভায় অংশ নিতে যাওয়ার সময় পথ রোধ করে তাদের উদ্দেশে কিছু বলেন।
লাউঞ্জে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের শিক্ষক ফাতিমা সাদিক বাঙালি গনহত্যা বিষয়ক এক বিতর্কে আসার জন্য তাহার প্রাক্তন ভিসি সায়ীদ চৌধুরীকেকে আমন্ত্রন জানান। সাধারন পরিষদের বিতর্কের ২য় দিনে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ভাষণ রয়েছে তাই পাকিস্তান প্রতিনিধিদল তার বক্তব্য খণ্ডন করার জোর প্রচেষ্টার প্রস্তুতি নিচ্ছেন। পাকিস্তানের বক্তব্য ১ অক্টোবর নির্ধারিত তবে ভারতের মন্ত্রীর জবাব দানের জন্য পাকিস্তানের সুযোগ থাকবে। পাকিস্তান দল নেতা আন্তজার্তিক আদালতের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ জাফর উল্লাহ খানের সহিত সাক্ষাৎ করেন। জাফর উল্লাহ খান একই দিন সাধারন পরিষদ সভাপতি আদম মালিকের সাথে দেখা করেন।