You dont have javascript enabled! Please enable it! 1971.09.24 | ভারতীয় বিমান বাহিনীর শক্তি বৃদ্ধি নিয়ে লন্ডনে বিদেশী সাংবাদিকদের বিবৃতি - সংগ্রামের নোটবুক

২৪ সেপ্টেম্বর ১৯৭১ ঃ ভারতীয় বিমান বাহিনীর শক্তি বৃদ্ধি নিয়ে লন্ডনে বিদেশী সাংবাদিকদের বিবৃতি।

কলকাতা থেকে লন্ডনে ফিরে যাওয়া একদল বিদেশী স্থানীয় সাংবাদিকদের অবহিত করেন যে দমদম এবং কালিয়াকুন্দা বিমান ঘাটিতে বিশেষ সতর্কতা অবলম্বন ও রাডার নিয়ন্ত্রিত এনটি এয়ার ক্র্যাফট কামান মোতায়েন লক্ষ্য করা গেছে। স্থল বাহিনীর বিশেষ চলাচল ও তারা লক্ষ্য করেছেন। ৫ ডিভিশন স্থল বাহিনী সীমান্তে মোতায়েনের খবর তারা শুনেছেন। সীমান্তে বিদেশী সাংবাদিক এবং কূটনীতিকদের চলাচল নিয়ন্ত্রিত করা হয়েছে।
https://www.revolvy.com/page/Kalaikunda-Air-Force-Station…