You dont have javascript enabled! Please enable it!

২৪ সেপ্টেম্বর ১৯৭১ঃ পূর্ব পাকিস্তানে নির্বাচনের জন্য পিপিপির কমিটি গঠন

কোয়েটায় ভুটটো এর সভাপতিত্তে পিপিপি এর এক সভায় পূর্ব পাকিস্তানে উপ নির্বাচনের কার্যক্রমের জন্য দলের ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। তারা অনতিবিলম্বে পূর্ব পাকিস্তান সফর করবেন। সদস্যরা হলেন কাওসার নিয়াজি, মিয়া মাহমুদ আলি কাসুরি, মুবাসশির হাসান, মিরাজ খালিদ, মিরাজ মোহাম্মদ খান, হাফিজ কারদার, মালিক মোহাম্মদ আখতার, তারিক আজিজ, কামাল আফরোজ পরে দলের সাধারন সম্পাদক জালাল রহিমকে দলনেতার দায়িত্ব প্রদান করা হয়।