২৩ সেপ্টেম্বর ১৯৭১ঃ যশোর ও চালনা বন্দর পরিদর্শনে নিয়াজি
ইস্টার্ন কমান্ড প্রধান ও প্রধান সামরিক আইন প্রশাসক লেঃ জেনারেল নিয়াজি যশোর ক্যান্টনমেন্ট পরিদর্শন করেন। সেখানে তিনি সামরিক বাহিনীর প্রশিক্ষন দেখেন এবং তাদের খোজ খবর নেন। স্থানীয় কমান্ডার নিয়াজিকে বিদ্রোহীদের একটি ঘাটি আক্রমনের বিশদ বিবরন দেন। কয়েকদিন আগে পাকিস্তানী সেনারা বেনাপোল ও সাতক্ষীরার মাঝে বিদ্রোহীদের উপর হামলা করে তাদের সরিয়ে দেয়। পরে তিনি সেখান থেকে চালনা বন্দর পরিদর্শন করেন। এসময় তার সাথে সিনিয়র সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে তিনি নৌযান সমুহের স্বাভাবিক চলাচল প্রতেক্ষ করেন। তিনি নৌ বাহিনীর একটি জাহাজ পরিদর্শন করেন।