২২ সেপ্টেম্বর ১৯৭১ঃ পাকিস্তান ফরেন সার্ভিসের ৮ জন চাকরি থেকে বরখাস্ত
প্রধান সামরিক প্রশাসক জেনারেল ইয়াহিয়া খান পাকিস্তান ফরেন সার্ভিসের ৮ জন অফিসারকে বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য ঘোষণা করায় চাকরি থেকে বরখাস্ত করেন। এঁরা হলেন, ১) ইরাকস্থ সাবেক রাষ্ট্রদূত এ.এফ.এম.আবুল ফাত্তাহ্, ২) কলকাতাস্থ ডেপুটি হাইকমিশনার হোসেন আলী, ৩) জাতিসংঘস্থ সহকারী স্থায়ী প্রতিনিধি এস.এ.করিম, ৪) ওয়াশিংটনস্থ কাউন্সিলার এস.এ.এম.এস.কিবরিয়া, ৫) মোয়াজ্জেম আলী ৩য় সচিব ওয়াশিংটনস্থ পাক দুতাবাস যুক্তরাষ্ট্র, ৬) এনায়েত করিম মিনিস্টার ওয়াশিংটনস্থ পাক দুতাবাস যুক্তরাষ্ট্র, ৭) ব্রিটেনে পাকিস্তান দুতাবাসের থার্ড সেক্রেটারি মহিউদ্দিন আহমদ 8) আনোয়ারুল করিম।