You dont have javascript enabled! Please enable it! 1971.09.21 | শরণার্থী প্রত্যাবর্তন - সংগ্রামের নোটবুক

২১ সেপ্টেম্বর ১৯৭১ঃ শরণার্থী প্রত্যাবর্তন
ছবিঃ ঝিকরগাছা ক্যাম্প

পূর্ব পাকিস্তানের অভ্যন্তরে দায়িত্ব রত বিবিসি সাংবাদিক Ronald Robson তার প্রতিবেদনে উল্লেখ করেছেন এ পর্যন্ত ১৬০০০০ শরণার্থী ভারত থেকে পূর্ব পাকিস্তানে ফিরে গেছে। তাদের গ্রহন করার জন্য সারা সীমান্ত জুড়ে ২৯ টি অভ্যর্থনা ক্যাম্প স্থাপন করা হয়েছে। প্রবল বন্যার জন্য (যশোর কুষ্টিয়া) ফেরত আসার স্রোত কমে গেছে পাকিস্তানীদের ভাষ্য হল সীমান্তে তাদের আসতে বাধা দেয়া হচ্ছে। ঝিকরগাছা কেন্দ্রের মাধ্যমে ৩৫০০ শরণার্থী দেশে ফিরেছে যাদের অধিকাংশই হিন্দু। নতুনদের মধ্যে প্রায় সকলেই মুসলমান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে শরণার্থীরা বলেছেন ক্যাম্পে পরিবেশ খারাপ এবং মহামারীর ভয়ে তারা ফেরত এসেছেন। সেনা সহযোগিতায় তাদের গন্তব্য এ পৌঁছে দেয়া হচ্ছে।