২১ সেপ্টেম্বর ১৯৭১ঃ শিশু মৃত্যু রোধে শরণার্থী ক্যাম্প সমূহে চিকিৎসা সুবিধা বৃদ্ধি
শরণার্থী শিবির সমুহে শিশুদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যা দেখা দিয়েছে। অনেক শিশুই মারা গিয়েছে অনেকেই মৃত্যুর দ্বারপ্রান্তে। নদীয়ার ৪ টি ক্যাম্পের একটি বালুক্কা ক্যাম্প এখানে ২৫০০০ শরণার্থীর ১০০০০ শিশু। এদের অনেকেই পেটের পীড়া রোগে আক্রান্ত। সমস্যা মোকাবেলায় ভারত সরকার অপারেশন লাইফ লাইন কর্মসূচী হাতে নিয়েছে। ৪ জেলার প্রত্যেকটিতে তারা ১৫ টি করে অপারেশনাল থেরাপি ইউনিট স্থাপন করতে যাচ্ছে। প্রত্যেক ক্লিনিকে একজন ডাক্তার এবং ৪ জন নার্স ও প্রয়োজনীয় সংখ্যক অন্যান্য কর্মচারী নিয়োগ দেয়া হবে।