১৮ সেপ্টেম্বর ১৯৭১ঃ গভর্নর মালিকের টেলিভিশন সাক্ষাৎকার
গভর্নর এ এম মালিক বিবিসি সাংবাদিক রোনালড রবেসনের সাথে এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন দিন দিন বিদ্রোহীদের তৎপরতা কমে আসছে এবং তিনি বলেন বিদ্রোহীরা এখনো পূর্ব পাকিস্তানের কোন এলাকা দখল করতে পারেনি। ৩১ আগস্ট নিয়োগ পাওয়া গভর্নর বলেছেন ১০ জন মন্ত্রী নিয়ে তিনি তার প্রশাসনের কাজ শুরু করেছেন। তার মন্ত্রীসভায় আওয়ামী লীগের একজন সদস্য আছে (সাক্ষাৎকার দিয়েছেন ১৪ সেপ্টেম্বর) মন্ত্রীদের এখনও দপ্তর বণ্টন করা হয়নি।