You dont have javascript enabled! Please enable it! 1971.09.11 | কায়েদে আজমের মৃত্যু বার্ষিকীতে গোলাম আজম - সংগ্রামের নোটবুক

১১ সেপ্টেম্বর ১৯৭১ঃ কায়েদে আজমের মৃত্যু বার্ষিকীতে গোলাম আজম

কায়েদে আজমের মৃত্যু বার্ষিকী উপলক্ষে ঢাকায় ইসলামী ছাত্র সংঘ আয়োজিত চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন প্রাদেশিক জামাত সভাপতি গোলাম আজম। তিনি সেখানে বলেন ইসলামী আদর্শে যারা বিশ্বাসী এবং মুসলিম জাতীয়তাবাদে যারা আস্থাশীল তাদেরই কায়েদে আজমের প্রতি শ্রদ্ধা বোধ রয়েছে শুধু তারাই কায়েদে আজমের আমানত পাকিস্তান রক্ষা করতে পারবে। তিনি দুঃখ করে বলেন প্রদর্শনীটা সরকারী ভাবে আরও বড় পরিসরে করা যেত। আগে কায়েদে আজমের মৃত্যুবার্ষিকী দায়সারা ভাবে পালন করা হইত। যখন মানুষ মহান নেতাকে ভুলে যেতে বসেছে তখনই ছাত্র সংঘের এই আয়োজন অত্যন্ত আশাব্যাঞ্জক। তিনি বলেন পাকিস্তান আন্দোলনের সময়ের মত পাকিস্তান রক্ষার জন্য এখন নতুন করে বিশাল কর্মী বাহিনী গঠন খুব প্রয়োজন। তিনি ইসলামী ছাত্র সংঘকে ইঙ্গিত করে আশা প্রকাশ করে বলেন এ কর্মী বাহিনীই কায়েদে আজমের পাকিস্তানকে রক্ষা করতে পারবে।