You dont have javascript enabled! Please enable it! 1971.12.08 | উদয়পুরে পাক বিমান আক্রমণ,রকেট নিক্ষেপ: নিহত এক, আহত তিন | ত্রিপুরা - সংগ্রামের নোটবুক

উদয়পুরে পাক বিমান আক্রমণ
রকেট নিক্ষেপ: নিহত এক, আহত তিন

গতকাল (৭ ডিসেম্বর) পাক জঙ্গি বিমান বাহিনীর তিনটি জেট বিমান পূর্বাহ্ন বেলা সাড়ে এগারােটায় এবং অপরাহ্ন বেলা প্রায় আড়াইটায় ত্রিপুরা রাজ্যের রানীনগরী উদয়পুর মহকুমা শহরের উপর দুই দুইবার অভিযান চালায়। আমাদের জোয়ানদের সতর্কতামূলক প্রতিরক্ষা ব্যবস্থায় প্রথমবার কিছুই করিতে পারে নাই; কিন্তু দ্বিতীয়বার আসিয়া শহর হইতে কিছুটা দূরে পূর্ব-দক্ষিণে খিলপাড়া নামক গ্রামে রকেট নিক্ষেপ করিয়াই পলায়ন করে। ইহাতে একজন শরণার্থী বালক নিহত এবং একজন মহিলাসহ তিনজন আহত হইয়াছে।

সূত্র: ত্রিপুরা
৮ ডিসেম্বর, ১৯৭১
২১ অগ্রহায়ণ, ১৩৭৮