১০ সেপ্টেম্বর ১৯৭১ঃ পূর্ব পাকিস্তানে অনুপ্রবেশের দায়ে ওমেগার ৪ জন কর্মী গ্রেফতার
ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেছেন তার দেশের সাহা য্য সংস্থা ওমেগার ৩ জন কর্মী পূর্ব পাকিস্তানে অনুপ্রবেশের দায়ে পাকিস্তানী প্রশাসন তাদের গ্রেফতার করে কারাগারে প্রেরন করে। ব্রিটিশ হাই কমিশনের একজন প্রতিনিধি যশোর কারাগারে দেখা করেছেন। গ্রেফতারকৃত তিনজনই ব্রিটিশ একজন আমেরিকান। তাদের বিরুদ্ধে এখনও মামলা দায়ের করা হয়নি। হাই কমিশন তাদের বিরুদ্ধে গৃহীত ব্যবস্থাদির কাগজপত্র প্রাপ্তির অপেক্ষায় আছে। কমিশন মুখপাত্র বলেন তারা সকলেই সুস্থ আছেন। তাদের মধ্যে ২ জন পুরুষ ২ জন মহিলা। এর আগে যশোরে প্রবেশের সময় তাদের দুটি গাড়ীসহ ৮ জনকে পুশ ব্যাক করা হয়েছিল। আটক ৪ জনের নাম মিস ক্রিস্টিন পেরাট, মিস জয়েস ফেনীওয়েল, মিঃ বেন ক্রো ও মার্কিন মিঃ ডান ডি ইউ।