You dont have javascript enabled! Please enable it! 1971.09.05 | ২৬ মার্চের আগের বন্দী ক্ষমা প্রকাশের পর মুক্তি - সংগ্রামের নোটবুক

৫ সেপ্টেম্বর ১৯৭১ঃ ক্ষমা প্রকাশের পর বন্দী মুক্তি

দেশের ৬টি কারাগার থেকে হাজারের বেশি বন্দিকে সাধারন ক্ষমায় মুক্তি দেয়া হয়েছে। এসকল আটকের প্রায় পুরা অংশই ২৬ মার্চের আগের বন্দী। ২৬ মার্চের পরের বন্দীদের মধ্যে সামরিক ও আধা সামরিক বাহিনী এবং পুলিশের কিছু সদস্য আছেন। মুক্তিপ্রাপ্ত ব্যাক্তিগন তাদের কৃতকর্মের জন্য অনুতাপ প্রকাশ করেন এবং পাকিস্তানের সংহতি ও কল্যাণের জন্য কাজ করিতে দৃঢ় সংকল্প প্রকাশ করেন। মুক্তিলাভের পর তারা পাকিস্তান জিন্দাবাদ কায়েদে আজম জিন্দাবাদ ধ্বনি ও দেশাত্মবোধক গান গেয়ে জেল থেকে বের হয়ে আসেন। বাকী যারা আছেন তারা আদালতের মাধ্যমে অপরাধ খণ্ডন করে মুক্ত হওয়ার সুযোগ পাবেন।