দেশে ফিরেই বঙ্গবন্ধু কেন প্রধানমন্ত্রী হতে চাইলেন?
প্রথমত, বাংলাদেশের জনগণ নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্বশীল শাসনের জন্য আন্দোলন করেছে। দ্বিতীয়ত, আওয়ামী লীগ তার প্রতিষ্ঠালগ্ন থেকে পার্লামেন্টারি সিস্টেমের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ৫৪ সালের ২১ দফা থেকে ৭০ এর নির্বাচন পর্যন্ত এই দাবীই ছিলো। তৃতীয়ত, তাজউদ্দীন পরিচালিত সরকার (মুজিবনগর সরকার) খুব বেশী পরিমাণে ভারতঘেঁষা ট্যাগ পাওয়ায় আন্তর্জাতিক পরিমণ্ডলে এই ভাবমূর্তিটি যাতে গেঁথে না যায় সেজন্য একটি পরিবর্তনের দরকার ছিলো। [1, p. 8] এছাড়া প্রেসিডেন্সিয়াল সিস্টেমের বদলে পার্লামেন্টারি সিস্টেমের ব্যাপারে বঙ্গবন্ধু ভারতের সাথেও কথা বলেছেন যা শশাংক ব্যানার্জির সাক্ষাৎকার থেকে জানা যায়।
নীচের ছবিতে বিস্তারিত আছে। আর তারও নীচে এই অংশের আগে-পিছের কিছু অংশ যুক্ত হল।
Reference:
[1] M. Ahmed, Bangladesh: Era of Sheikh Mujibur Rahman. The University Press Limited, 1983.
এই পাতার আগের ও পরের পাতা (গবেষকদের জন্য)