পাবনা ও কুষ্টিয়া জেলায় পাকসেনাদের মধ্যে তীব্র খাদ্য সঙ্কট
মুজিবনগর, ২৩ সেপ্টেম্বর (ইউএনআই)— এখানে প্রাপ্ত এক সংবাদে জানা গেল যে, বাঙলাদেশের পাবনাও কুষ্টিয়া জেলায় পাকসৈন্যদের মধ্যে তীব্র খাদ্য সঙ্কট দেখা দিয়েছে। খাদ্য সরবরাহের … তাই এই সঙ্কটের কারণ।
যশাের রণাঙ্গনে হরিনগরে পাকসৈন্যদের কয়েকটি ঘাটি মুক্তিসেনারা ধ্বংস কর দিয়েছেন। গত ১৮ সেপ্টেম্বর সাতক্ষীরায় ৬ জন অসামরিক বিমান দপ্তরে অফিসার গেরিলাদের হাতে ধরা পড়েছে। ১৬ সেপ্টেম্বর রংপুর রণাঙ্গনে সােনাহাট সীমান্তে ২ জন রাজাকার মুক্তিবাহিনীর হাতে ধরা পড়েছে। টাঙ্গাইল জেলায় এই সপ্তাহে মুক্তিবাহিনীর তৎপরতা বৃদ্ধি পেয়েছে। কয়েকদিন আগে কমলপুর ও জালুয়াঘাটে উভয় পক্ষে তুমুল সংঘর্ষ হয়।
সূত্র: কালান্তর, ২৪.৯.১৯৭১