You dont have javascript enabled! Please enable it!

ত্রিপুরা ও নদীয়া সীমান্তে পাক গােলা বর্ষণ

আগরতলা, ২৪ নভেম্বর ( ইউ এন আই )- পশ্চিম ত্রিপুরার সীমান্তবর্তী আজাদ মহকুমার গৌরুনগােলা ও বিলােনিয় মহকুমার সিদ্ধিনগর ও ঐকমপুরের ভারতীয় ঘাঁটির ওপর সীমান্তের ওপার থেকে পাকিস্তানী বাহিনী গােলাবর্ষণ তীব্রতর করেছে। আমাদের সীমান্তরক্ষী দল তার উপযুক্ত জবাব দিয়েছে। বিশালঘর পানার গৌরুনগােলায়…য়ানপুর থেকে গােলা বর্ষিত হয়। প্রায় পাঁচ ঘন্টা ধরে গােলা বর্ষিত হয়। কুমিল্লার জগন্নাথ দিঘি থেকে সিদ্ধিনগরের ওপর ২ বার গােলা বর্ষিত হয়। কোনাে এলাকাতেই ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। গত রাত্রিতে দক্ষিণ ত্রিপুরায়… থানার সমরগঞ্জ এলাকার সীমান্তরক্ষীদের সঙ্গে পূর্ববঙ্গে নােয়াখালী ছাগলনাইয়ায় অবস্থিত পাক বাহিনীর আধঘন্টাব্যাপী গুলি বিনিময় হয়। এতে কোনপক্ষই হতাহত হয়নি। শ্রীহট্টের পাহাড়মুড়া থেকে পাকবাহিনী… থানা এলাকায় গােলাবর্ষণ করে। বামুতিয়া গ্রামে বােমা পড়ে। বিকেলেও এই অঞ্চলে গােলাবর্ষিত হয়। কুমিল্লার আম্রতাল থেকে ত্রিপুরার সােনামুড়া মহকুমার অঞ্চলের মাতননগরে পাকবাহিনী গােলাবর্ষণ করেছে।

সূত্র: কালান্তর, ২৫.১১.১৯৭১

error: <b>Alert:</b> Due to Copyright Issues the Content is protected !!