You dont have javascript enabled! Please enable it! 1971.09.18 | হামিদুল হক চৌধুরী প্রদেশে বেসামরিক মন্ত্রীসভা গঠনকে অভিনন্দন জানাইয়াছেন - সংগ্রামের নোটবুক

১৮ সেপ্টেম্বর ১৯৭১ হামিদুল হক চৌধুরী

সাবেক মন্ত্রী ও সাবেক এনডিএফ নেতা দৈনিক অবজারভারের মালিক হামিদুল হক চৌধুরী প্রদেশে বেসামরিক মন্ত্রীসভা গঠনকে অভিনন্দন জানাইয়াছেন। বাকি ৪ প্রদেশেও অনুরূপ ব্যাবস্থা গ্রহনের আহবান জানান। তিনি আশা প্রকাশ করেন বেসামরিক সরকার জনগনের মধ্যের দূরত্ব কমাইয়া আনিবেন এবং ধ্বংস প্রাপ্ত অর্থনীতি সচল করার প্রচেষ্টা নিবেন।