You dont have javascript enabled! Please enable it!

১ সেপ্টেম্বর, ১৯৭১ঃ সামরিক আদালতে ১৩ জন সি.এস.পি অফিসারকে তলব

১৩ জন সি.এস.পি অফিসারকে ৬ নং উপ সামরিক আইন প্রশাসকের সামরিক আদালতে ৮ সেপ্টেম্বরের মধ্যে হাজির হবার নির্দেশ দেয়। ১৩ জন হলেন ১) খন্দকার আসাদুজ্জামান ২) হাসান তৌফিক ইমাম ৩) আব্দুস সামাদ ৪) নুরুল কাদের খান ডিসি পাবনা ৫) সৈয়দ আব্দুস সামাদ উপসচিব ৬) কুদ্রতে এলাহি চৌধুরী এডিসি রাজশাহী ৭) খস্রুজ্জামান এসডিও কিশোরগঞ্জ ৮) কাজী রকিবুদ্দিন এসডিও ব্রাহ্মনবারিয়া ৯) অলিউল ইসলাম এসডিও মাগুরা ১০) আকবর আলি খান এসডিও হবিগঞ্জ ১১) কামাল সিদ্দিকি এসডিও নড়াইল ১২) তৌফিক এলাহি চৌধুরী এসডিও ঝিনাইদহ ১৩) সাদত হসাইন সহকারী কমিশনার।