১ সেপ্টেম্বর ১৯৭১ঃ নাসিরাবাদ থেকে অস্র উদ্ধার
এপকাফ এর একটি টহল দল দেশপ্রেমিক জনগনের সহযোগিতায় নাসিরাবাদ বস্তিতে এক রেইডে ৯জন ভারতীয় দুষ্কৃতিকারী হত্যা করেছে। এপকাফের দলটি সেখানে গেলে স্বয়ংক্রিয় অস্রের সহযোগিতায় তাদের উপর হামলা করে। এপকাফ পাল্টা আক্রমন চালালে তারা নিহত হয় বাকিরা পালিয়ে যায়। পরে এপকাফ বস্তিতে ঢুঁকে বিপুল অস্র উদ্ধার করে। বস্তির অধিবাসীরা দুষ্কৃতিকারীদের সহযোগিতা করার কথা স্বীকার করে। এখান থেকে ৯টি রাইফেল ৩টি স্টেনগান, ৫টি শট গান, ৩৯টি গ্রেনেড, ৪৩টি মাইন কয়েকশত কাট্রিজ উদ্ধার করে।