You dont have javascript enabled! Please enable it! 1971.04.14 | বীরোচিত সংগ্রাম ওয়াং ওয়া ইট পো ১৪ এপ্রিল ১৯৭১ - সংগ্রামের নোটবুক

বীরোচিত সংগ্রাম
ওয়াং ওয়া ইট পো
১৪ এপ্রিল ১৯৭১

গত চার সপ্তাহের গৃহযুদ্ধে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার ট্যাংক ও বম্বার প্লেনের সাহায্যে সাধারণ মানুষের ওপর নির্মম গণহত্যা চালিয়ে প্রথম ধাপে জয়লাভ করতে পেরেছে।

শোষণের হাত থেকে বাঁচতে পূর্ব পাকিস্তানের পচাত্তর মিলিয়ন মানুষের এই সংগ্রাম একই সাথে স্বাধীনতা অর্জনের দিকেও ধাবিত হচ্ছে। গণহত্যার মৃত্যুভয় পেছনে ফেলে সমগ্র পূর্ব বাংলার মানুষ আওয়ামী লীগের ছায়াতলে ঐক্যবদ্ধ হয়েছে নিজেদের সর্বাত্মক ত্যাগ স্বীকার করার মানসিকতা নিয়ে। পাকিস্তানি সেন্সরশিপের কবলে থাকা “সত্য” সংবাদগুলো আমরা প্রত্যাখ্যান করেছি কারণ আমরা নিজেরা ভালো করেই পূর্ব বাংলার এই বীর জাতির বীরোচিত সংগ্রাম অনুভব করতে পারছি।