৭১ সালে ইত্তেফাকের ভুমিকা
৭১ সালে সকল পত্রিকা সামরিক সরকারের গাইড লাইন মোতাবেক সংবাদ প্রকাশ করবেন এটাই স্বাভাবিক। আইএসপিআর থেকে রাজনৈতিক এবং পরিস্থিতি উপর নিউজ পাঠানো হত এতে তারা সাধু চলিত কনভার্ট করা ছাড়া হুবুহু প্রকাশ করত। ইত্তেফাক ছাড়া সকল পত্রিকা সরকার অনুগত ছিল কিন্তু ইত্তেফাক সরকার বিরোধী ছিল পরে অবশ্য সামরিক সরকারের সাহায্য নিয়ে পাকিস্তানের পক্ষে মুচলেকা দিয়ে পত্রিকা প্রকাশনা শুরু করেন। ৩১ আগস্ট ইত্তেফাক একটি উপ সম্পাদকিয় প্রকাশ করে রশিদ মিনহাজের উপর, এটি সামরিক সরকারের পাঠানো সংবাদ ছিল না। উপ সম্পাদকিয়তে রশিদ মিনহাজের বীরত্ব তুলে ধরা হয়েছে। তারা অবশ্য মতিউর রহমানের নাম উল্লেখ করেনি বা তাকে ভারতীয় চর উল্লেখ করেননি। মইনুল ইসলাম যে পাকিস্তান আদর্শের সৈনিক ছিলেন তা প্রমান হয় এ সংবাদে। ফজলে মুকিম চৌধুরী তার বইয়ে লিখেছেন ৬৯ এ মৃত্যুর আগ পর্যন্ত তোফাজ্জল হোসেন মানিক মিয়া আওয়ামী লীগ থেকে দূরে সরে গিয়েছিলেন এবং অনেকটাই সামরিক সরকার অনুগত ছিলেন। তিনি তার পশ্চিম পাকিস্তানের শেষ সফরে এসজিএম পীরজাদার জন্য লিচু নিয়ে গিয়েছিলেন। লেঃ জেনারেল পীরজাদার ৭১ এ একই পদে দায়িত্ব পালন করে গেছেন।