You dont have javascript enabled! Please enable it!

৩১ আগস্ট ১৯৭১ঃ পশ্চিম বঙ্গের ভয়াবহ বন্যায় শরণার্থীদের প্রচণ্ড দুর্ভোগ।

জলঙ্গি নদীর কাছে বন্যায় শরণার্থী ক্যাম্পের ২১০০০ শরণার্থীর ২০০০০ অন্যত্র চলে গেছে ক্যাম্পে রয়েছে মাত্র এক হাজার। ক্যাম্পটি নিচু এলাকায় ছিল। মালদহে বন্যায় শরণার্থীদের দুর্ভোগ চরমে। অন্যান্য জেলার তুলনায় মালদহ উচু এলাকায় অবস্থিত তা সত্ত্বেও বন্যার আঘাত টা এখানেই বেশী। এ জেলার সাথে অন্যান্য এলাকার রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এখানে সেনাবাহিনী নৌকা করে ত্রান দিয়ে যাচ্ছে। শহরের তিন ভাগের দুই ভাগ এখন পানির নীচে। অধিকাংশ রাস্তাও পানির নীচে। শরণার্থীরা রেললাইনে আশ্রয় নিয়েছে।