৩০ আগষ্ট ১৯৭১ঃ নয়াদিল্লীতে বাংলাদেশ মিশন চালু
এ দিন নয়াদিল্লীতে বাংলাদেশ মিশন চালু করা হয়। হুমায়ুন রশিদ চৌধুরী মিশন প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন। সাবেক সেক্রেটারি কে এম সিহাব উদ্দিন যোগদান করেন। আমজাদুল হক প্রেস এটাচে হিসেবে যোগদান করেছেন। সরকারী ভাবে এ মিশনের কূটনীতিক মর্যাদা নেই। মিশনটি বাংলাদেশ সরকারের ৪র্থ মিশন। সিহাব উদ্দিন সাংবাদিকদের ব্রিফ করেন এবং মানচিত্র দেখিয়ে যুদ্ধের অগ্রগতি তুলে ধরেন