ডাকসু নির্বাচনে ছাত্রলীগ ১৯৬৫ঃ
ছাত্রলীগ ডাকসু নির্বাচনে মেয়েদের রোকেয়া হলে পূর্ণ প্যানেল দিতে ব্যার্থ হয়। নির্বাচনে সকল আসনে ছাত্র ইউনিয়ন জয়লাভ করে। ইকবাল হল বাদে অন্যান্য হলে ছাত্রলীগ ছাত্র ইউনিয়ন ছাত্র শক্তি সংহতি প্যানেল ঘোষণা করে এনএসএফ এর বিরুদ্ধে লড়ে। ইকবাল হলে সংহতি প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে। ইকবাল হলে ভিপি হন নুরুল ইসলাম নাহিদ ক্রীড়া সম্পাদক হন তোফায়েল আহমদ। এসএম হলে ডাকসু প্রতিনিধি হন মোস্তফা জামাল হায়দার, মান্নান ভুইয়া। জগন্নাথ হল থেকে সদস্য নির্বাচিত হন রামেন্দু মজুমদার। সংহতি প্যানেলে ভাগাভাগিতে গুরুত্বপূর্ণ এবং অধিকাংশ পদ পায় ছাত্র ইউনিয়ন। এ সময় ছাত্রলীগের সভাপতি ছিলেন সিরাজুল আলম খান। উনি উনার বইয়ে কি লিখেছেন আর বাস্তবে কি?