২৯ আগস্ট ১৯৭১ঃ লন্ডনে বাংলাদেশের হাই কমিশন খোলায় পাকিস্তানের রাষ্ট্রদূতের উদ্বেগ প্রকাশ
লন্ডনে স্বঘোষিত বাংলাদেশের হাই কমিশন নামে একটি অফিস খোলায় পাকিস্তানের হাই কমিশনার সালমান আলী ব্রিটিশ সরকারের কাছে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি কমনওয়েলথ ও পররাষ্ট্র দপ্তরে উপপররাষ্ট্র মন্ত্রী জোসেফ গডবারের সাথে দেখা করে এ উদ্বেগ জানান। ব্রিটিশ উপপররাষ্ট্র মন্ত্রী জোসেফ গডবার সাল মান আলীকে বলেছেন তার সরকার এ অফিসকে কোন কূটনীতিক ইংগিতবাহী অফিস হিসেবে ব্যাবহার করতে দেবে না।