২৯ আগস্ট ১৯৭১ঃ লাহোরে মৌলবী ফরিদ আহমেদ
পিডিপি ভাইস প্রেসিডেন্ট এবং শান্তি ও কল্যাণ সমিতি সভাপতি মৌলবী ফরিদ আহমেদ লাহোরে সাংবাদিকদের সাথে সাক্ষাতে বলেন পূর্ব পাকিস্তানে রাজনৈতিক শুন্যতা পুরন না হওয়া পর্যন্ত ক্ষমতা হস্তান্তর করা উচিত নয়। তিনি বলেন এ শুন্যতা পুরন একটি দুরহ কাজ। আওয়ামী লীগের বহাল সদস্যদের মধ্যে কেবল ১৫-১৬ জন এ পর্যন্ত প্রকাশ্য হয়েছেন বাকীরা হয় ভারতে নয় গোপন স্থানে আছেন। এদের আসনও শুন্য করে নির্বাচন দিতে হবে যা খুব দুরহ কাজ।