You dont have javascript enabled! Please enable it! 1952.06.16 | বঙ্গবন্ধুর ভাষণসমগ্র ১৬ জুন ১৯৫২ লাহোর - সংগ্রামের নোটবুক

দুর্ভিক্ষ অবস্থা আর বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার ব্যাপারে লাহোরে প্রেস কনফারেন্সে বঙ্গবন্ধুর ভাষণ

১৬ জুন ১৯৫২

লাহোর

নিরাপত্তা আইনানুসারে বিভিন্ন বিরোধী দলের প্রায় এক হাজার নেতা কর্মীকে আটক করা হইয়াছে। আটক বন্দীদের মুক্তি দিয়া ব্যক্তি স্বাধীনতা পুনরুদ্ধার না করিলে পূর্ব পাকিস্তানের অবস্থা বিপজ্জনক হইয়া উঠিবে।

সম্প্রতি খুলনার দুর্ভিক্ষে ২০ হাজার লোক মরিয়াছে। বরিশাল ও অন্যান্য জেলায় অধিকাংশ লোক দুর্ভিক্ষের সম্মুখীন হইয়াছে। এখনই প্রতিকারের ব্যবস্থা না করিলে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিতে পারে।

আমি পূর্ব পাকিস্তানের মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে গণ্য করার দাবী জানাইতেছি।

বর্তমানে পূর্ববঙ্গে যাহা ঘটিতেছে তাহা ইসলাম ও পাকিস্তানের প্রতি চ্যালেঞ্জেরই ইঙ্গিত। খাদ্যশস্যের মূল্য ক্রমশ বাড়িতেছে। অতিরিক্ত কর ভারে জনসাধারণ জর্জরিত।

Reference:

যুগান্তর ১৬ জুন ১৯৫২

Hasina, S. (2018) Secret Document of Intelligence Branch on Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman, Vol – II, p 230-231, Sheikh Hasina, Hakkani Publishers

সংগ্রামের নোটবুক