আখাউড়া হইতে লােক অপসারণ
আগরতলা, ২৫ সেপ্টেম্বর সীমান্তের অপরপার হইতে প্রাপ্ত খবরে প্রকাশ, পাক সেনারা আখাউড়া সীমান্ত হইতে অসামরিক অধিবাসীদের দেশের অভ্যন্তরে সরাইয়া নিতেছে। অনুরূপ ব্যবস্থা অন্যান্য সীমান্তেও নাকি অবলম্বিত হইয়াছে। অবশ্য সীমান্ত এলাকায় এখন লােকজনের বসবাস খুবই কম।
সূত্র: জাগরণ
২৬ সেপ্টেম্বর, ১৯৭১