You dont have javascript enabled! Please enable it! 1971.05.21 | পূর্ববঙ্গে কম করে আড়াই লক্ষ নিহত -ওয়াশিংটনে বাংলাদেশের প্রতিনিধি | দৈনিক আনন্দবাজার পত্রিকা - সংগ্রামের নোটবুক

পূর্ববঙ্গে কম করে আড়াই লক্ষ নিহত

ওয়াশিংটনে বাংলাদেশের প্রতিনিধি 

ওয়াশিংটন, ২০ মে-বাংলাদেশ-এর একজন মুখপাত্র আজ এখানে বলেছেন যে, মার্চে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর থেকে পূর্ব বাংলায় কম করে আড়াই লক্ষ লােক মারা গিয়েছেন। শেখ মুজিবরের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা শ্রীরহমান সােভান [সােবহান] একটি সাংবাদিক সম্মেলনে বলেছেন, সেনাবাহিনী যাঁদের খতম করেছে তাদের অধিকাংশই নিরস্ত্র সাধারণ লােক । তিনি বলেন, পাক সেনা গ্রামগুলি ধ্বংস করে দিয়েছে।একটি বিবৃতিতে তিনি বলেছেন, পাক সেনারা পূর্ববঙ্গে সামরিক তৎপরতা চালানাের সময় নাপাম বােমা ব্যবহার করে।

শ্রীমােভান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক। গত মাসে তিনি পূর্ব বাংলা থেকে পালিয়ে আসেন এবং দুসপ্তাহ আগে তিনি ওয়াশিংটনে এসেছেন। তিনি জানিয়েছেন, বেশ কয়েকজন সেনেটরের সঙ্গে তার কথাবার্তা হয়েছে। তিনি আরও বলেছেন, কেবলমাত্র ঢাকাতেই কম করে মারা পড়েছেন ৫০ হাজার লােক। চট্টগ্রামে ৭০ হাজারেরও বেশি। শ্রীসােভান জানান, ঢাকার ঘিঞ্জি বসতিগুলি এবং পুরাতন শহরের ২৫টি ব্লক একেবারে ধ্বংস করে ফেলা হয়েছে। তিনি বলেন, পাক সেনা পােড়ামাটি নীতি অনুসরণ করে ৩৫টি ছােট্ট ছােট শহর এবং গ্রামের দিকে প্রায় দেড় হাজার বর্গমাইল পরিমাণ অঞ্চল একেবারে নষ্ট করে দিয়েছে। ছােট ছােট শহর এবং ক্ষতিগ্রস্ত গ্রামগুলিতে নিহতের সংখ্যা হবে কম করে ১ লক্ষ। এবং এই গণহত্যা চালিয়েছে একটি সুশৃঙখল পেশাদারী সেনাদল-এবং তারা তা চালিয়েছে তাদের সর্বাধিনায়ক তথা পাক প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খানের আদেশে।। রয়টার। ২১ মে ‘৭১

Reference:

২১ মে ১৯৭১, দৈনিক আনন্দবাজার পত্রিকা